Curriculum Management
&
Co-Curricular Activities
SM Shafiul Alam
Assistant Director
Planning & Development Wing
Directorate of Secondary and
Higher Education
Empowering
Students for
Holistic
Development
"What does it
mean to truly
educate a child?"
2.
Education: Beyond Academics
"Educationought to respect students fully
as persons, not as objects to be molded."
Focus on students’ holistic development.
Nurture inner integrity and harmony with
others including nature.
Aim to make students more human.
"How do you define
success in education?
Is it just grades, or
something more?"
“Education is not
preparation for life;
education is life itself.”
John Dewey (1859 - 1952)
An American philosopher
3.
What is Curriculum?
•lessons
• Content
• assessment
s learning
experience
• essential for
teaching
and
learning
central guide
• need to go
• how to get
there!
Roadmap
What do you think is the most
appropriate definition of a
curriculum?
A roadmap for learning!
4.
What does acurriculum include?
Goals: knowledge,
skills, and attitudes
students are expected
to learn
Outcomes: What
students will be able
to do after completing
the curriculum
Resources: The
materials that will
be used
Teaching
approach: How
the teacher will
teach the material
Assessments: Methods
for evaluating students'
understanding
Standards
alignment: How the
curriculum meets
national standards
Syllabus: The
topics that will be
covered and when
Capstone project: A
final assignment that
demonstrates what
students have learned
Which component do
you think is most
challenging to
implement?
5.
Importance of curriculum
•Helps teachers plan and implement lessons.
• Develops critical thinking and problem solving skills
• Ensures rigorous academic experiences for all
students.
Case Study: Singapore’s
Curriculum Reform and Student
Success (Teach Less Learn More)
Focus on Conceptual
Understanding,
no memorization.
Holistic Education
for well-rounded students.
Customized Learning Paths
Teacher Training
Singapore topped PISA
(Program for International
Student Assessment)
6.
কারিকুলাম ব্যবস্থাপনা
পরিকল্পনাঃ
বার্ষিক ওমাসিক পরিকল্পনা
তৈরি
ফলাফলভিত্তিক শিক্ষা
সমস্যা সমাধান ভিত্তিক
শিক্ষা
অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা
প্রজেক্ট-ভিত্তিক শিক্ষা
STEAM শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়াকে সহজ, ফলপ্রসূ এবং
শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তুলতে শিক্ষাক্রম ব্যবস্থাপনার কয়েকটি
গুরুত্বপূর্ণ কৌশল:
7.
কারিকুলাম ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণকৌশল
মূল্যায়ন
সৃজনশীল ৫০
বর্ণনামূলক ২০
বহুনির্বাচনি ৩০
Simple MCQ
Multiple Completion
MCQ
Situation Set MCQ
ধারাবাহিক
মূল্যায়ন ৫০
কারিকুলাম ব্যবস্থাপনার
গুরুত্বপূর্ণ কৌশল
ডিজিটালটুলস
ব্যবহার:
মাল্টিমিডিয়া
ক্লাসরুম ও ই-লার্নিং
প্ল্যাটফর্ম
অনলাইন কুইজ ও
অ্যাসাইনমেন্ট
শিক্ষা উপকরণ
ডিজিটাইজেশন:
ই-বুক, ভিডিও
টিউটোরিয়াল ও
গেমিফিকেশন ও
ইন্টারঅ্যাকটিভ
লার্নিং:
কুইজ, পয়েন্ট, ব্যাজ,
লিডারবোর্ড যুক্ত
করা
কৃত্রিম বুদ্ধিমত্তা-
ভিত্তিক শিখন পদ্ধতি
Duolingo!
প্রযুক্তি শিক্ষাকে
কীভাবে রূপান্তরিত
করতে পারে বলে
আপনি মনে করেন?
প্রযুক্তির
ব্যবহার
13.
কারিকুলাম ব্যবস্থাপনার
গুরুত্বপূর্ণ কৌশল
শিক্ষকদেরদক্ষতা উন্নয়ন ও
প্রশিক্ষণ
নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
আধুনিক শিক্ষাদান কৌশল, শ্রেণিকক্ষ
ব্যবস্থাপনা ও মূল্যায়ন পদ্ধতি শেখানো
শিক্ষকদের মাসিক বা ত্রৈমাসিক মিটিং
Mr. Shahadat, Primary
School Teacher, Potuakhali.
Challenge: students
struggled with traditional
rote memorization
Action:
Introduced interactive and
technology-based learning
multimedia-based content,
animated storytelling
The Impact
Increased Attendance,
Higher Engagement,
Improved Academic
Performance.
শিক্ষকরা পরস্পরের ক্লাস
পর্যবেক্ষণ করবেন ও ফিডব্যাক
দেবেন
(Lesson Study)
শিক্ষাপ্রতিষ্ঠানে ইনোভেশন ক্লাব
গঠন
14.
কারিকুলাম ব্যবস্থাপনার
গুরুত্বপূর্ণ কৌশল
শিক্ষার্থী-কেন্দ্রিকপরিবেশ তৈরি
শিক্ষার্থীদের মতামত ও ফিডব্যাক গ্রহণ
শিক্ষাক্রমের উন্নয়নে শিক্ষার্থীদের
অংশগ্রহণ
শিক্ষার্থীর সামর্থ অনুযায়ী শেখার কৌশল
নির্ধারণ
শিক্ষার্থীদের জন্য রেমেডিয়াল ক্লাসের
ব্যবস্থা
সহ-শিক্ষা কার্যক্রমের সাথে পাঠ্যক্রমের
সমন্বয়
সামাজিক-সংবেদনশীল শিক্ষা
নৈতিকতা ও মানবিক মূল্যবোধ
প্রশাসনিক দক্ষতা ও মনিটরিং
স্কুল প্রধান, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সমন্বয়
শিক্ষার মান পর্যবেক্ষণের জন্য নির্দিষ্ট
টাস্কফোর্স গঠন
শিক্ষকগণ পাঠদান পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন
কিনা তা মনিটর করা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়মিত
ক্লাস পর্যবেক্ষণ করবেন
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পারফরম্যান্স
বিশ্লেষণ
ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা
লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) এর মাধ্যমে
শিক্ষার্থীদের শেখার উন্নতি পর্যবেক্ষণ
সহ-শিক্ষা কার্যক্রমের বাস্তবায়নপদ্ধতি
কার্যকর পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন
সহ-শিক্ষা কার্যক্রমকে শিক্ষাক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত
করা:
• প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় বরাদ্দ করা
• সহ-শিক্ষা কার্যক্রম মূল্যায়নের জন্য নির্দিষ্ট নির্দেশিকা
প্রণয়ন
একটি কমিটি গঠন করা:
• প্রধান শিক্ষক/অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীদের
নিয়ে একটি পরিচালনা কমিটি
• কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন মনিটরিং করা
আপনার প্রতিষ্ঠানের
জন্য পরিকল্পনা
প্রণয়ন করেছেন?
নীতিমালা রয়েছে?
17.
স্কুল ও কলেজপর্যায়ে বিভিন্ন ক্লাব ও
সংগঠন:
•ইথিক্স ক্লাব (Ethics Club)
বছরের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি
শিক্ষার্থীদের সম্পৃক্ত করা
নিয়মিত উদ্বুদ্ধকরণ সেশন আয়োজন করা
শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান
অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা
আপনার প্রতিষ্ঠানে
কোন কোন কৌশল
অবলম্বন করা হয়?
কার্যক্রম পরিচালনার কৌশল
18.
সহ-শিক্ষা কার্যক্রমের প্রভাবমূল্যায়ন
শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উন্নতি পর্যবেক্ষণ করা
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ও মতামত নেওয়া
সহ-শিক্ষা কার্যক্রমকে ক্যারিয়ার গঠনের সাথে
সংযুক্ত করা
দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা আয়োজন
কলেজ পর্যায়ে ক্যারিয়ার কাউন্সেলিং
আপনার
প্রতিষ্ঠানে
শিক্ষার্থীদের
মতামত নেয়া
হয়?
ক্যারিয়ার
কাউন্সে
লিং করা
হয়?
মূল্যায়ন ও পর্যবেক্ষণ ব্যবস্থা
19.
আধুনিক ও উদ্ভাবনীকৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন কিভাবে নিশ্চিত করা যায়?
ডাটা-ড্রিভেন অ্যাসেসমেন্ট
মেন্টরিং ও কাউন্সেলিং
শিল্প ও কর্মসংস্থানের সাথে
সংযোগ, ইন্ডাস্ট্রি
এক্সপোজার, ইন্টার্নশিপ ও
উদ্যোক্তা শিক্ষা
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
Alhamdulillah, I've been in the field of education for over two decades
and if there’s one thing I’ve learned as a teacher, it’s that examples are
one of the most powerful ways to help a student truly grasp a concept.
20.
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরমনস্তাত্তিক দিকটি বিবেচনায় রেখে
আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরীতে শিক্ষকদের করণীয় কী?
ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি
শিক্ষাদান পদ্ধতিতে বৈচিত্র্য আনা
শিক্ষার্থীদের মানসিক সুস্থতার প্রতি যত্নবান
হওয়া
পাঠদান পদ্ধতিতে বাস্তবজীবনের সংযোগ তৈরি করা
শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা ও শিক্ষার স্তর
অনুযায়ী সহায়তা দেওয়া
21.
শিকক্ষকদের মূল্যবোধ এবংনৈতিকতার বিষয়ে কিভাবে প্রেষণা প্রদান করা যায়?
নৈতিক মূল্যবোধ বিষয়ক প্রশিক্ষণ ও
কর্মশালা
প্রেষণামূলক আলোচনা ও সেমিনার
আয়োজন
ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন ও স্বীকৃতি
প্রদান
নিয়মিত আত্মমূল্যায়ন ও মূল্যায়ন