1. ছোট পরিসরে ছাদ বাগান
ছোট পরিসরে ছাদ বাগান গড়ার ইচ্ছা সবার কাছে মুক্ত বাতাসে দিন যাপন করার মতন। শহরের মানুষ গাছ
লাগাবে এমন জায়গা পাওয়া দুষ্কর। ৫ জুন বিশ্বব্যাপী পালিত হলো পরিবেশ দিবস। তবে ছাদ বাগান বা রুফটপ
গার্ডে ন উন্নত দেশের শহরগুলোতে বিষয়টি নতু ন না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকৃ তি ও পরিবেশ সুরক্ষায়
নাগরিক সমাজে এটি বেশ উৎসাহ সৃষ্টি করছে। গ্রিন সিটি, ক্লিন সিটি বিনির্মাণেও ছাদ বাগান বড় ভূ মিকা
রাখছে।
শহরের অনেকেই এখন নিজের বাড়ির ছাদে বাগান গড়ে তু লেছেন। আমার বাবা তো সেই প্রথম বাড়ি বানানোর
পর থেকে প্রতি
টা বর্ষপন্জিকা অনুসারে ফলন আর সবজি এর সিজনে চারা সংগ্রহ করে ছাদ বাগানে রোপন
করে। আর তার উৎপাদিত ফলন মাকে দিতে পেরে অনেক খুশি থাকেন।
মাঝে মাঝে ছাদে অনেকটা সময় কাটান তার পছন্দের কবুতর আর বাজরিকা পাখির সাথে। ছাদের মুক্ত
বাতাসে মাঝে মাঝে আমিও গিয়ে কিছুটা সময় কাটিয়ে বাবার সুন্দর করে গোছানো ছাদ বাগানের ছবি তু লি
আর ফেসবুক, পিক্সেলে, কৃ ষিবিদ সাইখ সিরাজের ফেসবুক গ্রুপে বন্ধু দের দেখার জন
্য শেয়ার করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ত মানে বিশ্বের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ নগরে বসবাস করে।
তখন গ্রাম ও নগর মিলেমিশে একাকার হয়ে যাবে। এমন প্রেক্ষাপটে নগরকে পরিকল্পিত আকারে গড়ে তু লতে
হবে। আর তাই ছাদে বাগান অত্যাবশ্যক হয়ে পড়েছে। ছোট্ট করে হলে একটা করে গাছ লাগান আপনার বাড়ির
ছাদে।
লেখিকা : মোসাম্মত সামিনা
মোবাইল : ০১৭২২৩৯৩২৫১
ঠিকানা : উত্তর সিটি কর্পোরেশন,পল্লবী, ঢাকা ১২১৬